দুই সপ্তাহে চাঁদপুরে ১৮০ জেলে আটক

দুই সপ্তাহে চাঁদপুরে ১৮০ জেলে আটক

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় গত দুই সপ্তাহে চাঁদপুরে ১৮০ জন জেলেকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। তিনি জানান, অভিযানে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ জাল ও দেড় মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে অভয়াশ্রমে কঠোর নজরদারি চলছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ দল দিনরাত অভিযান পরিচালনা করছে। এই অভিযানে মৎস্য বিভাগের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

এ সময় অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইসঙ্গে ইলিশের ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহণও নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জেলেরা যাতে এই সময়ে নদীতে নামতে না পারে, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারের এ পদক্ষেপের মূল লক্ষ্য— মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করে আগামীর জন্য ইলিশের উৎপাদন বৃদ্ধি করা।

স্টাফ করেসপন্ডেট/
১৮ অক্টোবর ২০২৫

Explore More Districts