দুই শতাংশের ওপরেই আছে করোনা শনাক্তের হার

দুই শতাংশের ওপরেই আছে করোনা শনাক্তের হার

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। নিহত ওই ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬০২টি।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৭৫ জন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২ দশমিক শূন্য ১ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

এর আগে গত ২৪ ডিসেম্বর দেশে করোনায় ১ জন মারা যান ও ৩৪২ জন শনাক্ত হন। এ দিনও শনাক্তের হার ছিল ২ শতাংশের ওপর।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এসজেড/

Explore More Districts