দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর
স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রয়ের অভিযোগে ওই দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ১২টা তেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর শহরের টেপাখোলা বাজার ও টেপাখোলা লেকপার বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযানে নেতৃত্ব দেন। মো. সোহেল শেখ বলেন, জেলায় সর্বস্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান। সত্যতা নিশ্চিত করে মো. বজলুর রশীদ খান বলেন, মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রয়ের অভিযোগে টেপাখোলা বাজারের গেøাসারি শপ নামের ডিপার্টমেন্টাল স্টোর ও লেকপাড় বাজার এলাকার আফজাল স্টোরকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাক্রমে ৪৫ ও ৩৮ ধারায় এ জরিমানা করা হয়।