২০১৬ ও ২০১৭ সালে
নগরীর দু’টি হত্যাকা-
স্টাফ রিপোর্টার: খুলনায় পৃথক মামলায় দুই দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা থানার ওসি কামাল হোসেন খান জানান, স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টায় খুলনা সদর থানা পুলিশের অভিযানে রুপসার চাঁনমারী বাজার তাকে থেকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চানমারী বাজার মসজিদ গলির মোহসিনের বাড়ীতে স্বামীর হাতে তার স্ত্রী খুন হয়। খুনের এই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসে (৩৬) খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবুকে যাবজ্জীবন দন্ডের আদেশ দেন। রায় ঘোষনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করে।২
এদিকে ২০১৭ সালের ১৪ জানুয়ারি শেরে বাংলা রোডস্থ আমতলা এলাকায় একটি খুনসহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ভাই সুবোল বাইন (৩৬) খুলনা থানায় মামলা করে। সেই মামলায় জন নিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজুকে মৃত্যুদন্ডের আদেশ দেন। সেই মামলায় দীর্ঘদিন ধরেই আসামী পলাতক ছিলো। খুলনা থানা পুলিশের একটি টিম র্যাব-৬ এর সহায়তায় ঢাকার সাধুর মার্কেট এলাকা হতে আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজুকে (২৪) গ্রেফতার করে।
মামলার ভিকটিম মৃত চিত্তরঞ্জন বাইন কৈয়া শহীদ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক ছিলেন। ঘটনার দিন আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু অন্যান্য আসামীদের নিয়ে জনালার গ্রীল কেটে ভিকটিম চিত্তরঞ্জনের বাড়ীতে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। একই সাথে ডাকাতি করে সবকিছু লুট করে নিয়ে যায়। তাকে আদালতে পাঠানো হয়েছে।