দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ছাতকের সুরমা ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ছাতকের সুরমা ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ছাতকের সুরমা ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে

সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, হাওর বিস্তৃত প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত ও এলাকার আর্থ সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিলো ছাতকের সুরমা নদীর ব্রিজ। প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করে ছাতক-দোয়ারাবাসীর প্রতি বঙ্গবন্ধুর কন্যার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন।

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ছোয়ায় এই অঞ্চল গ্রাম থেকে শহরে উত্তীর্ণ হচ্ছে। ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, দোয়ারা বাজারেও সুরমা নদীর উপর আরেকটি ব্রীজ নির্মাণ প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ছাতক সুরমা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে সুরমা ব্রিজের টোল প্লাজা স্থানে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সুনামগঞ্জের ছাতক সুরমা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সিলেট বিভাগের মধ্যে এক মাত্র ছাতকের সুরমা সেতু সহ দেশের ১৫০টি সেতু উদ্বোধন করেন।

সভায় সুনামগঞ্জ সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম প্রামাণিক সভাপতির বক্তব্যে রাখেন। এতে কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আসিক আলী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক।

সমাবেশে মুহিবুর রহমান মানিক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাতক থেকে বালিউরা-বাংলাবাজার হয়ে মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার হকনগর পর্যন্ত সওজের মাধ্যমে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ছাতক-দোয়ারায় বর্তমানে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। সুরমা ব্রীজটি উদ্বোধন না করেই জনসাধারনের সহজ চলাচল বিবেচনায় নিয়ে গত বছর থেকে সেটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিলো। সুরমা ব্রীজ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন মাইলফলক সুচনা করলো। ব্রীজটি চালুর ফলে নিষ্প্রয়োজন হয়ে পড়া ছাতকের ফেরীটি সওজের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলা সদরে যাতায়াতকারী দুপারের মানুষের সুবিধার্থে স্থানান্তর করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালিক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক থানার ওসি শাহ আলম।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাতক নেহের নিগার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সওজ উপ বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন সোহাগ, ছাত্রনেতা রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলী, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসতিয়াক তানভীর, কাওছার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, আবু বকর সিদ্দিক ছাড়াও সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে কোরআন থেকে তিলাওয়াত করেন ফারুক আহমদ শরকুম ও গীতা থেকে পাঠ করেন ছাতক পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবুল রায়।

সভায় অতিথিদের ফুল দিয়ে বরন করেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এসএম

Explore More Districts