দীর্ঘদিনের অবহেলিত বাবুগঞ্জ- লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের অবহেলিত বাবুগঞ্জ- লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৯ May ২০২৫ Friday ৫:৪৯:৪৬ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


দীর্ঘদিনের অবহেলিত বাবুগঞ্জ- লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আল-আমিন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট থেকে লাকুটিয়া পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় বরিশাল সোসাইটি ও ধুমকেতু ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান, ধুমকেতু  ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুস সবুর খান, সমাজসেবক মোঃ কাউসার হোসেন,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম,প্রভাষক হুমায়ুন কবির,সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম আকন,মুফতি নজরুল ইসলাম,রায়হান মেগবান প্রমুখ। বক্তারা বলেন, বাবুগঞ্জ কলেজ গেট থেকে লাকুটিয়া বরিশাল পর্যন্ত বিগত দিনে কোন উন্নয়ন হয়নি। সড়কের অবস্থা খুবই বেহাল। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরূপায় হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই সড়কটি সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। তাই সড়কটি ন্দ্রত সংস্কার করা দরকার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার : বরিশালে উপদেষ্টা ফাওজুল কবির

রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় যুক্ত নয় চীন: রাষ্ট্রদূত

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি 

বরিশাল চেম্বারের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

ববি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক দপ্তরে শিক্ষার্থীদের তালা

Explore More Districts