দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি! – DesheBideshe

দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি! – DesheBideshe



দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি! – DesheBideshe

মুম্বাই, ১৭ মে – দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ২০২৩ সালে দুটি ব্লকবাস্টার ও একটি সুপারহিট সিনেমা দিয়ে বছরটি নিজের করে রেখেছিলেন বলিউড কিংখ্যাত অভিনেতা শাহরুখ খান। এরপর আবার দুই বছরের বিরতি।

২০২৪ সালটা নিজেকে সময় দিয়েছেন, পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। কিং খান এবার পর্দায় আসছেন ‘কিং’রূপেই। তার নতুন সিনেমার নাম ‘কিং’ এটা সবারই জানা। এ সিনেমার মাধ্যমে নিজের মেয়ে সুহানা খানকে বড় পর্দায় উপস্থাপন করছেন, এ খবরও পুরনো।

২০২৫ সালের শুরু থেকেই ‘কিং’র শুটিংসহ যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। স্বভাবতই এ সিনেমার প্রতি ভক্ত তো বটেই, দর্শকদের আগ্রহ প্রবল। মাঝে শোনা গেছে এতে একটি বিশেষ চরিত্রে হাজির থাকছেন অভিষেক বচ্চন। সুহানার মায়ের চরিত্রে পর্দায় উপস্থিত হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এসবই কেবল গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল।

অবশেষে জানা গেল ‘কিং’র বর্ণাঢ্য কাস্টিং ও গল্পের ধরণ। ‘কিং’ আসলে মৌলিক কোনো সিনেমা নয়। ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ‘লিওন: দ্য প্রফেশনাল’র হিন্দি রিমেক এটি। সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে আততায়ীর ভূমিকায়। দীপিকা নয়, সিনেমায় সুহানার মা হচ্ছেন রানি মুখার্জি। অর্থাৎ এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বছর পর আবারও শাহরুখ ও রানিকে রোমাঞ্চ করতে দেখা যাবে পর্দায়।

এখানেই শেষ নয়। ‘কিং’র এর কাস্টিং দেখলে যে কারও চোখ কপালে উঠবে। রানি ছাড়াও সিনেমায় থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং অভয় ভার্মা।

সবকিছু প্রকাশ করলেও মেয়ে সুহানার চরিত্রটি ঠিক কী, সেটা নিয়ে কিছুই বলেননি শাহরুখ খান। মেয়ের অভিষেকটা রাজকীয়ভাবেই করতে চান। তাই পর্দায় রীতিমতো তারকার হাট বসাচ্ছেন তিনি।

যদিও সুহানাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলে বলিউডবোদ্ধাদের ধারণা। দীপিকা থাকবেন ক্যামিও চরিত্রে। এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের নাম শুরুতে শোনা গেলেও শেষে দীপিকাই চূড়ান্ত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ।

জানা গেছে, সিনেমা অনিল কাপুরকে দেখা যাবে শাহরুখ খানের বসের চরিত্রে। খলনায়কের ভূমিকায় থাকবেন জয়দীপ। অ্যাকশন সিনেমা হলেও হাস্যরস কিন্তু বাদ থাকছে না। চিন্তা কী! এজন্য তো আছেন আরশাদ ওয়ারসি।

মেয়ের অভিষেকের জন্য শাহরুখের পরিশ্রম কিছুটা বেশি হলেও সুহানার কিন্তু এটাই প্রথম সিনেমা নয়। ওটিটি-তে এর আগেই তার অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে প্রকাশিত ‘আর্চিজ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও সেটি দর্শক মনে খুব একটা দাগ কাটেনি।

এবার বাবা শাহরুখ প্রেক্ষাগৃগের জন্য মেয়েকে তৈরি করছেন। সঙ্গে রয়েছেন নিজেও। রেখেছেন বলিউডের বাঘা তারকাদের। দর্শক সিনেমাহলের সিট ছেড়ে কীভাবে উঠবেন, সেটাই যেন দেখে নেওয়ার পণ করেছেন বলিউড বাদশা! স্বভাবতই এটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাবা শাহরুখের হাত ধরে সুহানা খানের ভাগ্যের চাকা কতটা ঘুরবে!

উল্লেখ্য, ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। অন্যদিকে এ সিনেমা ছাড়া শাহরুখ ‘পাঠান-২’ সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আইএ/ ১৭ মে ২০২৫



Explore More Districts