দিনাজপুর পৌর মেয়র সাময়িক বরখাস্ত – দিনাজপুর নিউজ

দিনাজপুর পৌর মেয়র সাময়িক বরখাস্ত – দিনাজপুর নিউজ


দিনাজপুর পৌর মেয়র সাময়িক বরখাস্ত – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকেও (দুদক) অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইজারা আদায় ও পরিশোধ নিয়ে প্রশাসনিক অদক্ষতা, ২০১৭-২০১৮ অর্থবছরে ৬৪ লাখ টাকা বরাদ্দের বিপরীতে নির্দেশনা ছাড়া ২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকা টেন্ডার এবং পরবর্তী তিন বছরের বরাদ্দ থেকে টেন্ডার ছাড়াই তা সমন্বয়, ২০২০-২০২১ অর্থবছরে দুস্থদের সহায়তার ১৫ লাখের মধ্যে ১৪ লাখ ৩২ হাজার টাকা বিতরণে অনিয়ম, নিয়ম না মেনে ১৯৩ মাস্টাররোল কর্মচারী নিয়োগ, ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে জেলা প্রশাসকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করা, আদায় করা অর্থ ইচ্ছেমতো বেতন-ভাতা খাতে ব্যয়, পৌরসভার ৬১টি বিলবোর্ডের ভাড়া বাবদ ১১ লাখ ৬২ হাজার টাকা আদায়ে পদক্ষেপ না নেয়া, দিনাজপুর বিদ্যুৎ বিভাগের কাছে পৌরসভার জমি ভাড়ার ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করা, ২০১০ সালে পৌরভবন নির্মাণের ৩৮ লাখ টাকা ভবন নির্মাণ না করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা হিসেবে দেওয়ার অনিয়মের অভিযোগের সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুদক সচিবের কাছে পাঠানো মন্ত্রণালয়ের আরেক চিঠিতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।




Explore More Districts