
দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, দিনাজপুর জেলায় মোট ২৩৬টি ক্লিনিক রয়েছে, এর মধ্যে ১৬২টির নিবন্ধন রয়েছে, বাকিগুলোর নিবন্ধনহীন। তবে ৪৫টি ক্লিনিক নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান তিনি।
সিভিল সার্জন অফিস তথ্য অনুযায়ী, গত শুক্রবার দিনাজপুর জেলায় অভিযান শুরু করার কথা থাকলেও অভিযান শুরু হয় সোমবার (৩০ মে) বিকাল থেকে।
বিকেলে শহরের ডায়াবেটিক মোড় এবং হাউজিং মোড়ে দুটি ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি, সেহুলোতে কোনও কর্মীর দেখা পাননি অভিযানিক দলটি।
এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। এ সময় দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে চলছে তাদের কোনও তালিকা আমাদের কাছে নেই। এসব তালিকা রাখার আমাদের কোনও এখতিয়ার নাই। যেসব বৈধ সেগুলোর ডকুমেন্ট আছে, অবৈধগুলোর ডকুমেন্ট নেই।