দিনাজপুর সংবাদাতাঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শিক্ষা একটি দেশ ও জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় উল্লেখ করে বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। পুথিগত শিক্ষার পাশাপাশি নিজেকে জ্ঞানগর্বসহ নানা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাসহ ক্রীড়া, সংস্কৃতি ও গবেষনাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে উন্নত করে তুলেছে।
নতুন প্রজন্ম যেন শিক্ষাসহ সর্বক্ষেত্রেই জ্ঞান অর্জনে দক্ষ হয়ে উঠে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রুপ নিবে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করে শুধু নিজের জীবন নয়, দেশ ও জাতির কল্যান বয়ে আনে।
শিক্ষার্থীদের উদ্যোশে হুইপ বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক থেকে দুরে থাকতে হবে। সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
১৫ মার্চ মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলা অফিসের নবনির্মিত ৫ম তলা ভবনের উদ্বোধন, ৯নং আস্করপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সুন্দরা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৬নং আউলিয়াপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন, সাবেক চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, সুফিয়া বেগম, মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ মোঃ শাহ আলমসহ অন্যান্যরা।