দিনাজপুরে ট্রাফিক অভিযানে ১৯৬টি মামলা ও ৬ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা – দিনাজপুর নিউজ

দিনাজপুরে ট্রাফিক অভিযানে ১৯৬টি মামলা ও ৬ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা – দিনাজপুর নিউজ


দিনাজপুরে ট্রাফিক অভিযানে ১৯৬টি মামলা ও ৬ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ ২৯মে’২০২২ রোববার দিনাজপুর জেলা পুলিশ সুপারর মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) এর নির্দেশে এবং জেলা ট্রাফিক বিভাগ এর টিআই (প্রশাসন) এটিএম তৌহিদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় সারা জেলায় একই সাথে সকাল ১০টা ৩০মিনিট হতে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত দিনাজপুর জেলায় মোটরসাইকেল চালক ও আরোহীদের শতভাগ হেলমেট ব্যবহার নিশ্চিত প্রকল্পের বিশেষ অভিযান পরিচালিত হয়।

দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযানে সারা জেলায় মোট ১৯৬ টি মামলা এবং ৬ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকল অভিযান দিনাজপুর কোতোয়ালী থানায় সার্জেন্ট পলি রানী রায় এর নেতৃতে ৪টি মামলা ও জরিমানা ১২ হাজার টাকা, বিরল উপজেলায় টিআই সরকার তরিকুল ইসলাম এর নেতৃতে ২৭টি মামলা ও জরিমানা ৮১ হাজার টাকা, বিরামপুর উপজেলায় টিএসআই মোঃ ওহেদুর রহমান নেতৃতে ২৪টি মামলা ও জরিমানা ৭৫ হাজার টাকা, বীরগঞ্জ উপজেলায় টিআই মোঃ শহিদুর রহমান এর নেতৃতে ১৫টি মামলা ও জরিমানা ৪৫ হাজার টাকা, কাহারোল উপজেলায় টিআই মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃতে ১৭টি মামলা ও জরিমানা ৫৪ হাজার টাকা, নবাবগঞ্জ উপজেলায় সার্জেন্ট মোঃ রেনওয়ানুল ইসলাম এর নেতৃতে ১৮টি মামলা ও জরিমানা ৫৪ হাজার টাকা, খানসামা উপজেলায় সার্জেন্ট মোঃ রাকিকুল ইসলাম এর নেতৃতে ১১টি মামলা ও জরিমানা ৩৬ হাজার টাকা, বেচাগঞ্জ উপজেলায় সার্জেন্ট মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃতে ২৬টি মামলা ও জরিমানা ৭৮ হাজার টাকা, চিরিরবন্দর উপজেলায় টিআই মোঃ শফিউল আলম এর নেতৃতে ২১টি মামলা ও জরিমানা ৬৯ হাজার টাকা, হাকিমপুর উপজেলায় সার্জেন্ট মোঃ নুরনবী চৌধুরী এর নেতৃতে ১৪টি মামলা ও জরিমানা ৪২ হাজার টাকা, পার্বতীপুর উপজেলায় টি আই মোঃ হাসান আসকরি এর নেতৃতে ১৯টি মামলা ও জরিমানা ৬০ হাজার টাকা




Explore More Districts