
দিনাজপুর সংবাদাতঃ দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইমাম আলী নামে ট্রাকের চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ইমাম আলী (৪০) দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং সে শহরের চকবাজারে মাছের ব্যবসা করেন।
গত শুক্রবার দিবাগত রাতে ওই মহাসড়কের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় রাইসুল ইসলাম ও পুলিশ জানায়, ওই মহাসড়কে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক এর চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী ইমাম আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনার পর ট্রাকের হেলপার ও ট্রাকটিকে থানায় নেয়া হয় এবং চালক পালিয়ে যায়।