
দিনাজপুর সংবাদাতাঃ ৬ডিসেম্বর সোমবার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, দিনাজপুর এর আয়োজনে এবং জাতীয় পুষ্টির সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে জেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বারিউল করিম খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোছাঃ মমতাজ বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস-সদর) মোহাম্মদ মমিনুল করিম।
স্বাগত বক্তব্য ও সঞালকের দায়িত্ব পালন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ এজাজুল হক। কোভিড-১৯ এর উপর সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপনা করেন ডাঃ জুবায়ের আল মামুন।
মুক্ত আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এস আই ও মোহাম্মদ সোহেল রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিটেনডেন্ট মোঃ ইছামুদ্দীন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। জন্মের পর পরেই নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ধরে এই ক্যাম্পেইন চলবে।