
দিনাজপুর সংবাদাতাঃ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
“নিশ্চিত করি শোভন, কর্ম পরিবেশ সমৃদ্ধ হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল বাসার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালী বের হয়। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।