দিনাজপুরে কোরবানির সময় বিভিন্ন এলাকা ঘুরে ছাগলের চামড়া কেনেন রফিকুল ইসলাম। সেই চামড়া রামনগর বাজারে আড়তে বিক্রি করেন তিনি। রফিকুল জানান, শুধু মৌসুমে এই চামড়া কেনাবেচা করেন তিনি। সরকারের দাম বাড়ানোর ঘোষণা শুনে চামড়া কিনেছেন ৭০টি। কিন্তু আড়তে দাম দেখে হতাশ হয়েছেন। জানালেন, ভালো মানের একটি খাসির চামড়া আড়তে তাঁকে বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে।
ক্ষুদ্র ব্যবসায়ী করিম মোল্লা সোমবার দুপুরে বাজারে ৪টি গরুর চামড়া নিয়ে এসেছেন। আড়তে তাঁকে দাম বলেছেন ৮০০টাকা। অর্থাৎ প্রতিটি চামড়ার দাম ২০০ টাকা। করিম মোল্লা বলেন, ৪টি চামড়া তাঁর কেনাই আছে ১ হাজার ৮০০ টাকায়। সেই সঙ্গে অটোভাড়া ১০০ টাকা। তিনি বলেন, গতবারের চেয়ে চামড়াপ্রতি ১৫০ থেকে ২০০টাকা পর্যন্ত দাম কমেছে এবার।