দিনাজপুরে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – দিনাজপুর নিউজ

দিনাজপুরে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – দিনাজপুর নিউজ


দিনাজপুরে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত – দিনাজপুর নিউজ




দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো আব্দুল মোতালেব সরকার।

এর আগে শহর সমাজসেবা কর্মকর্তা মো মাইনুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো ইকবাল হোসেন।

এরপরেই মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক গোলাম নবী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো বজলুল হকসহ আমন্ত্রিত বিভিন্ন পেশা শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই সেমিনারে মুক্ত আলোচনায় ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিভিন্ন সুপারিশ রাখেন বক্তারা।




Explore More Districts