দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত – দিনাজপুর নিউজ

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত – দিনাজপুর নিউজ

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহী দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে জেলার কাহারোর উপজেলার কান্তনগর মোড়ে অবস্থিত তেভাগা চত্বরে সিদু-কানুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষনা কেন্দ্রের সভাপতি নারায়ন মার্ডি ও সাধারণ সম্পাদক নাসারুল ইসলাম, কাহারোল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রবীন মার্ডি।

আলোচনা সভাটি পরিচালনা করেন সুন্দরপুর ইউনিয়ন আওয়ামা লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল বলেন, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কেউ রাজাকারী করেছে এমন কোন ইতিহাস নেই। বরং প্রত্যেকেই মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনের সাহসী ভূমিকা পালন করেছেন। পর্যাক্রমে তাদের রক্ত সকল আন্দোলনকে সমৃদ্ধ করেছিল।

ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে শুরু করে পাকিস্থান হটাও আন্দোলন পর্যন্ত আদিবাসীরা এই সংগ্রামকে পূর্ণাঙ্গতা প্রদান করেছে। মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা জাতির কাছে অবশ্যই চির স্মরণীয় হয়ে থাকবে। যুুগে যুগে আদিবাসীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগায়।

এদিকে, ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২১ বিরলে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন, নীরবতা পালন ও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

বুধবার বিকালে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে অস্থায়ী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সাঁওতাল বিদ্রোহে শহীদদের আত্মার শান্তি কামনায় ০১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু।

এ সময় কর্মসূচীর আয়োজক বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতির সভাপতি হারুণ এক্কা, সহ-সভাপতি কানু সরেন, সাধারণ সম্পাদক কেরোবিন মার্ডি, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামনাথ, সদস্য বিমল পাহান, বিত্তন মিনস, গণেশ হেমরম প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য

Explore More Districts