
দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর হাকিমপুরে র্যাব কর্তৃক অভিযানে ২৬৫ পিস ইয়াবা এবং ৫.০৫ গ্রাম হেরোইন সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় দিনাজপুর র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বোয়ালদাড় ইউনিয়নের ০৪নং ওয়ার্ড এর নওপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস ইয়াবা এবং ৫.০৫ গ্রাম হেরোইন সহ শান্তনা খাতুন (২৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
শান্তনা খাতুন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওপাড়া বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করে স্থানীয়ভাবে মাদক ব্যবসা করে আসছে মর্মে স্বীকারক্তি করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।