
দিনাজপুর সংবাদাতাঃ ২৮ এপ্রিল-২০২২ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, পৌর কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন, দিনাজপুর ঈমাম সমিতির সভাপতি মোঃ মতিয়ার রহমান কাশেমী, সাধারন সম্পাদক রফিকুল্যাহ মাজহারি, বড় ময়দান ঈদগাহ’র ঈমাম শামছুল হক কাসেমী।
এসময় দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।