চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে সার্টিফিকেট মামলা সংক্রান্ত বিষয়, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন নিরোধ আইন নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার ১৭ মে সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সার্টিফিকেট মামলা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার। এসময় অন্যান্য বিষয়ে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন এর উপপরিচালক মাহফুজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, খানসামা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন উপকারভোগী সদস্য।