দারিয়াপুর সোনালী ব্যাংক শাখায়, জনগণ সমাগম লগডাউন কার্যক্রমের দৃশ্য।

দারিয়াপুর সোনালী ব্যাংক শাখায়, জনগণ সমাগম লগডাউন কার্যক্রমের দৃশ্য।

 লগডাউন মুখেই বলে থাকি, করোনা ভাইরাস নিয়ে সচেতন হতে হবে, কিন্তু আদৌও কি জনগণ সচেতন হয়েছে। কে শোনে কার কথা, করোনা নিয়ে অনেকেরই নেই মাথা ব্যাথা। সরাদেশব্যাপী যখন সরকার ঘষিত লগডাউন চলমান, ঠিক তখনেই করা হয়, করোনা ভাইরাস নিয়ে তামাশা।

পুলিশ ও প্রশাসান জীবন বাজি রেখে, তারা কখনো তাদের পরিবারের কথা চিন্তা না করে, সাধারণ জনগণকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করার লক্ষ্যে সরকার ঘষিত লগডাউন বাস্তবায়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেই চলছেন। সাধারণ জনগণ সেই মরণ ব্যাধী করোনার সঙ্গে খেলছেন টিলোটিলো আর পুলিশ প্রশাসনের সঙ্গে খেলছেন চোর পুলিশ।

আজ বুধবার গাইবান্ধা জেলার সদর উপজেলার দারিয়াপুর সোনালী ব্যাংক শাখায়, জনগণ সমাগম লগডাউন কার্যক্রমের দৃশ্য আমাদের হাতে। চিন্তার বিষয়, সরকার ঘষিত লগডাউন বাস্তবায়নে সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকা সর্থেও সরকারি ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণের অবহেলায় সাধারণ জনগণ ব্যাপরোয়া হয়ে উঠছেন। সোনালী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদাসিনতায় লগডাউনে গাইবান্ধা জেলা প্রশাসনের সকল পদক্ষেপ বি ফল হতে পারে, বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

Explore More Districts