দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন পাঁচ সাংবাদিক

দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন পাঁচ সাংবাদিক

১৯ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে পেশাগত দায়িত্ব পালন করছিলেন ২৭ বছর বয়সী ফ্রিল্যান্স আলোকচিত্রী তাহির জামান (প্রিয়)। হঠাৎ পুলিশের গুলি এসে লাগে তাঁর মাথায়।

সে সময় ওই এলাকার আন্দোলনকারীদের দমাতে পুলিশ অনবরত গুলি করছিল। ফলে আশপাশে থাকা ছাত্র-জনতা তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।

তাহিরের গ্রামের বাড়ি রংপুরে। তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে সাবিরা জামান এখন দাদি ও মায়ের সঙ্গে ঢাকায় আছে।

তাহির হত্যার ঘটনায় ঢাকার নিউমার্কেট থানা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে তাঁর পরিবার। মা সামসি আরা জামান প্রথম আলোকে বলেন, ‘বিচারপ্রক্রিয়া যেভাবে চলছে, তাতে আমরা শহীদ পরিবারগুলো সন্তুষ্ট নই। এ ধরনের ঘটনা পৃথিবীর কোথাও হয়নি যে দেশের রক্ষক এত রক্ত নিয়েছে! এই বিচারটা হওয়া উচিত ছিল অনেক দ্রুত। এক বছরের মধ্যে একটা ভালো অগ্রগতি দেখব, সে আশাই আমরা করেছিলাম।’

সামসি আরা জামান বলেন, ‘সন্তানের শূন্যতা তো কেউ পূরণ করে দিতে পারবে না! আমার সন্তান যে সম্ভাবনা নিয়ে চলে গেল, সারা জীবন এই কষ্ট থেকে যাবে। যখনই মিডিয়া বা ক্যামেরা দেখি, কারও সফলতা দেখব, সব সময়ই আমার মনে হবে যে আমার প্রিয় থাকলে আজকে এই জায়গায় যেত। এ আক্ষেপ নিয়েই হয়তো আমার সারা জীবন কাটবে।’

Explore More Districts