দায়িত্ব পালনকালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী – DesheBideshe

দায়িত্ব পালনকালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী – DesheBideshe

দায়িত্ব পালনকালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী – DesheBideshe

ক্যানবেরা, ৩০ নভেম্বর – অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ ৬২ বছর বয়সে বিয়ে করে নতুন ইতিহাস গড়েছেন। দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করা দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড গড়লেন। শনিবার (২৯ নভেম্বর) ক্যানবেরায় ঘনিষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে জোডি হেইডনকে বিয়ে করেন তিনি। খবর বিবিসির

আলবেনিজ এক বিবৃতিতে বলেন, আমাদের পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

দম্পতির বাগদান হয়েছিল গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে। বিয়ের পুরো আয়োজন হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ। নিরাপত্তা ও সম্ভাব্য বিঘ্ন এড়াতে পরিকল্পনাটি গোপন রাখা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোডি হেইডনের বাবা-মা এবং আলবেনিজের আগের বিয়ের সন্তান নাথান। বিশেষ আকর্ষণ ছিল তাদের কুকুর ‘টোটো’, যে ছিল রিং বেয়ারার।

বিবিসি জানায়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে স্বল্প-মেয়াদি হানিমুন কাটাবেন। সাম্প্রতিক নির্বাচনে পুনর্নির্বাচনের পর এই পরিকল্পনা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২০ সালে মেলবোর্নে এক ব্যবসায়িক নৈশভোজে আলবেনিজ ও হেইডনের পরিচয় হয়। তখন আলবেনিজ ছিলেন বিরোধী দলের নেতা। এরপর তিনি আলবেনিজের ২০২২ এবং ২০২৫ সালের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়াসহ বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আলবেনিজের পাশে ছিলেন।

বাগদান সম্পন্নের সময়ও ইতিহাস গড়েছিলেন আলবেনিজ দায়িত্ব পালনকালে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বাগদান করার রেকর্ডও তার দখলে। দম্পতি তখন বলেন, আমরা একে অপরকে পেয়ে সত্যিই সৌভাগ্যবান।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫



Explore More Districts