দামুড়হুদা জয়রামপুরের কলম নেশাজাতীয় ইনজেকশনসহ আটক | দৈনিক মাথাভাঙ্গা

দামুড়হুদা জয়রামপুরের কলম নেশাজাতীয় ইনজেকশনসহ আটক | দৈনিক মাথাভাঙ্গা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের চিহ্নিত মাদক কারবারি কলম আলী মন্ডল ওরফে কল্লোলকে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল রোববার দুপুরে জয়রামপুর গাতিরপাড়ার নিজ বাড়ি থেকে ১৮০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত কলম আলী মন্ডল ওরফে কল্লোল (৪৩) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের গাতিরপাড়ার মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার বেলা আড়াইটার দিকে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালান। অভিযানকালে জয়রামপুর গ্রামের গাতিরপাড়ার চিহ্নিত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি কলম আলী মন্ডল ওরফে কল্লোলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৮০ অ্যাম্পুল নিষিদ্ধ ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আকবর হোসেন বলেন-আটককৃত কলম আলী মন্ডল ওরফে কল্লোল জেলার একজন চিহ্নিত মাদক কারবারি। এর আগেও একাধিকবার মাদকসহ আমরা তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।


Explore More Districts