গাজাবাসীর জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানে ইসরায়েলী হামলার প্রতিবাদ চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জুম্মার নামাজ শেষে শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিপণীবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। তিনি বলেন, “ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। ইতোমধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার—খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে।”
তিনি বলেন, “যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে। আমরা এমন রাষ্ট্রপ্রধানদের প্রতি ধিক্কার জানাই।”
তিনি আরও বলেন, “পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক—ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।” তিনি ঐক্যবদ্ধভাবে দানব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনি সময় জায়নবাদ সন্ত্রাসীগোষ্ঠী ইসরায়েলকে রুখে দেয়ার।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি শরীফ মৃধার পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মহিবুল্লাহ বেপারী, সদর উপজেলার যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাছির উল্লাহ বাহাদুর, যুব আন্দোলনের প্রচার সম্পাদক তানজিল হোসেন প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ অক্টোবর ২০২৫