দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৪

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৪

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর দিঘির এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শুক্রবার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ওই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৮৮২৬) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, বাস দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৪ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠানো হয়। তবে কেউ মারা গেছে কিনা এখনো জানিনা। বাসটি উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে এবং চলাচল বন্ধ রয়েছে।

Explore More Districts