দাউদকান্দিতে একেএম আবুল কালাম আজাদের সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে একেএম আবুল কালাম আজাদের সংবাদ সম্মেলন

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি একেএম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করেছেন। গত শুক্রবার মোটরসাইকেল বহর নিয়ে একদল লোকজন সাধারন গ্রামবাসীকে হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর প্রতিবাদে রবিবার বিকেলে দাউদকান্দির ধারিবন গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি একেএম আবুল কালাম আজাদ বলেন, আমি দীর্ঘ ৩৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন পরীক্ষিত কর্মী হিসেবে কাজ করে আসছি। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। বর্তমানে খুলনা জেলার সদস্য সংগ্রহ কাজের দায়িত্ব পালন করছি। বিগত ২০১৮ সালে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে দলীয় ফরম উত্তোলন করেছি। বর্তমানে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে দাউদকান্দির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে আসছি। আমার প্রচারণার সংবাদ পেয়ে একটি বিশেষ প্রতিপক্ষ মহল গত শুক্রবার আমার এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে প্রভাব খাটিয়ে আমার নাম ধরে গালমন্দ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ফলে এলাকার লোকজন ভয়ভীতিতে রয়েছে।

তিনি আরো বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। রাজনীতি করা যেমন সবার অধিকার রয়েছে, তেমনি দলীয় মনোনয়ন চাওয়ারও অধিকার রয়েছে। দলে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারে, সেই ক্ষেত্রে দলের নীতি নির্ধারক যাকে মনোনয়ন দিবে সে নির্বাচন করবেন। নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাইবো, কোনো কারণে না পেলে যিনি ধানের শীষ প্রতীক মনোনয়ন পাবেন তার পক্ষে কাজ করব।

এসময় হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এবং হুমকি-ধমকি থেকে ভবিষ্যতে বিরত থাকতে আহবান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
৫ অক্টোবর ২০২৫

Explore More Districts