কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে, স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফীর সভাপতিত্বে, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ বজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুলদার, মেডিকেল অফিসার ডাঃ মোঃ হোসাইন আহমেদ, উপজেলা স্যানেটারী কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সদস্য সামিউল কবির সহ স্বাস্থ্য দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
সভায় আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন