দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে কুমিল্লার দেলোয়ার নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে কুমিল্লার দেলোয়ার নিহত

ডেক্স নিউজ • দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার প্রধান (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দেলোয়ার প্রধান জেলার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের বাসিন্দা। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

নিহতের বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলো দেলোয়ার। ওইখানে সে ব্যবসা করত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক দোকান থেকে পণ্য কেনার পর দেলোয়ারের পেটে গুলি করে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

Explore More Districts