২১ April ২০২৫ Monday ৪:৩১:০০ PM | ![]() ![]() ![]() ![]() |
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি এবং চীন সরকারের অর্থায়নে বরিশাল অঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার সামনের সড়কে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
‘দক্ষিণাঞ্চলের নিরাপদ যোগাযোগ ও পর্যটন উন্নয়নে ৬ লেন সড়ক ও আধুনিক হাসপাতালের বিকল্প নেই’—এই স্লোগানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায়ই দীর্ঘ যানজটে ভুগতে হয় যাত্রীদের। পদ্মা সেতুর সুফল দক্ষিণাঞ্চলের জনগণ এখনো পুরোপুরি পাচ্ছেন না। কুয়াকাটা দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়ায়, পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা জরুরি।
বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হিসেবে কুয়াকাটায় ওই হাসপাতাল স্থাপন করা হলে পর্যটক ও স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত হবে। বর্তমানে চিকিৎসা সেবার অভাবে অনেক পর্যটক হতাশ হয়ে ফিরে যান, যা এই অঞ্চলের পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তরুণ সমাজসেবক ও হোটেল খান প্লাসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ এবং কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানান আয়োজকেরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |