থুতুকাণ্ডে ৬ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ, শাস্তি পেলেন বুসকেতসও

থুতুকাণ্ডে ৬ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ, শাস্তি পেলেন বুসকেতসও

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি এমএলএস। লিগস কাপ প্রতিবছর গ্রীষ্মে আয়োজিত হয়, তাই নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে ২০২৬ আসর থেকে। এদিকে মায়ামির সঙ্গে সুয়ারেজ ও বুসকেতসের চুক্তি চলতি মৌসুম শেষেই শেষ হয়ে যাবে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন সুয়ারেজ। তিনি লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর উত্তেজনার মুহূর্তে যা ঘটেছে, তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। তবে আমার প্রতিক্রিয়া সঠিক ছিল না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এ ধরনের আচরণে আমার পরিবার কষ্ট পায়, আমার ক্লাব ক্ষতিগ্রস্ত হয়, যা কোনোভাবেই প্রাপ্য নয়।’ মায়ামিও এক বিবৃতিতে বলেছে, ‘লিগস কাপ ফাইনালের পর মাঠে যেসব ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানাই।’

Explore More Districts