যা থাকছে থার্টি ফার্স্ট নাইটে
গত বছরের মতো এবারও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপের ‘মারমেইড বিচ’ রিসোর্টে দুই দিনব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’-এর আয়োজন থাকছে। ৩১ ডিসেম্বর রাত ও ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে থাকছে দেশি-বিদেশি ডিজে ও মিউজিকের লাইভ পারফরম্যান্স। এ ছাড়া থাকছে ফুড ফেস্টিভ্যাল ও নববর্ষের কাউন্টডাউন।
রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজনে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।’
অবশ্য শুধু মারমেইডে নয়; ওশান প্যারাডাইস, বে-ওয়াচ, সায়মান বিচ রিসোর্ট, হোটেল রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট, রয়্যাল টিউলিপ, হোটেল কক্স টুডে, সিগাল ও বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজসহ বিভিন্ন হোটেলে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিজস্ব আয়োজন থাকছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও গভীর রাত পর্যন্ত পর্যটকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ বিনোদনকেন্দ্রগুলোতেও বাড়তি নজরদারি থাকবে। গত পাঁচ দিনে কোনো পর্যটক হয়রানির শিকার হননি।

