থার্টি ফার্স্ট নাইটের আয়োজন নেই, তবু কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের সমাগম

থার্টি ফার্স্ট নাইটের আয়োজন নেই, তবু কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের সমাগম

যা থাকছে থার্টি ফার্স্ট নাইটে

গত বছরের  মতো এবারও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপের ‘মারমেইড বিচ’ রিসোর্টে দুই দিনব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’-এর আয়োজন থাকছে। ৩১ ডিসেম্বর রাত ও ১ জানুয়ারি  ইংরেজি নববর্ষ উপলক্ষে থাকছে দেশি-বিদেশি ডিজে ও মিউজিকের লাইভ পারফরম্যান্স। এ ছাড়া থাকছে ফুড ফেস্টিভ্যাল ও নববর্ষের কাউন্টডাউন।

রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই আয়োজনে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।’

অবশ্য শুধু মারমেইডে নয়; ওশান প্যারাডাইস, বে-ওয়াচ, সায়মান বিচ রিসোর্ট, হোটেল রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট, রয়্যাল টিউলিপ, হোটেল কক্স টুডে, সিগাল ও বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজসহ বিভিন্ন হোটেলে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিজস্ব আয়োজন থাকছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও গভীর রাত পর্যন্ত পর্যটকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ বিনোদনকেন্দ্রগুলোতেও বাড়তি নজরদারি থাকবে। গত পাঁচ দিনে কোনো পর্যটক হয়রানির শিকার হননি।

Explore More Districts