নিজ ও এলাকাবাসীর অর্থায়নে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পুরস্কার পেয়েছেন পুলিশ সদস্য মোঃ নিজাম উদ্দিন জয়।তিনি বর্তমানে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় কম্পিউটার অপারেটরে কর্মরত। জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ আজ মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে ত্যাগ আর ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তাঁর হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সকল থানার সার্কেল, বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সস্রাট। মোঃ নিজাম উদ্দিন জয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুর রহমানের ছেলে।
অনুভূতি জানাতে গিয়ে মোঃ নিজাম উদ্দিন জয় বলেন, এ স্বীকৃতি আমার একার না। আমার সাথে যারা অর্থ শ্রম দিয়েছে তাদের সবার। শুধু অর্থ থাকলেই নয়, সততা, মানবিকতা, সদিচ্ছা থাকলেই সকল ধরনের সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব। আমাদের এই পরিশ্রম এখন বিফলে যায়নি সেটা এখন বুঝতে পারছি।
উল্লেখ্য, গত (৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা নিজ গ্রামে নিজ ও ২৯টি পরিবারের অর্থায়নে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছিলেন। এনিয়ে গত (৯ জুন) দৈনিক ময়মনসিংহ প্রতিদিন’সহ বিষয়টি গুরুত্বের সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।