ত্বকের যত্নে ঘরেই করুন কালো তিলের ফেসিয়াল

ত্বকের যত্নে ঘরেই করুন কালো তিলের ফেসিয়াল

রান্না ঘরের জিনিসের সঠিক ব্যবহারে আপনার চুল বা ত্বকের যে স্বাস্থ্য ভাল হয়ে উঠবে তা আলাদা করে বলার বাকি রাখে না।সম্প্রতি বিউটিশিয়ানদের মতে কালো তিলে উজ্জ্বল হবে আপনার ত্বক।

ত্বককে উজ্জ্বল করতে প্রয়োজন antioxidants, nutrients, vitamins, minerals, manganium, zinc। এই ফেসিয়ালে আপনার ত্বকেই পুষ্টিগুলি ভরপুর হয়ে উঠবে।

প্যাকটি বানাবেন যেভাবে- দু চামচ কালো তিল, পরিমাণ মতো গোলাপজল ও  হলুদ পেষ্ট করে নিন। মুখে মেখে স্ক্রাবিং করুন। রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট।

Explore More Districts