ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে লালমনিরহাট, রংপুর ও নীলফামারীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। আজ সকাল ছয়টায় সেখানে পানি প্রবাহিত হচ্ছিল ৫২ দশমিক ৭২ সেন্টিমিটার। অর্থাৎ, ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তিস্তা নদীতীরবর্তী জেলার গঙ্গাচড়া উপজেলার পাঁচ ইউনিয়নের চরাঞ্চলের পাঁচ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে অনেকেই নিরাপদ স্থান, শুকনো স্থান কিংবা বাঁধে ছুটে গেছে। বন্যাকবলিত এলাকার মানুষের ভাষ্য, তিস্তার পানি গতকাল শনিবার রাত ১১টার পর থেকে বাড়তে শুরু করে।