শীতকালে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এখন কোথাও হাঁটুপানি কোথাও–বা কোমরসমান। অনেক জায়গায় চর জেগে উঠেছে। খরস্রোতা তিস্তা নদী দিয়ে এখন অনায়াসে হেঁটে, ঘোড়া কিংবা মহিষের গাড়িতে চলাচল করা যাচ্ছে। রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবারের ছবির গল্প।
