তিন সাংবাদিক পেলেন চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার

তিন সাংবাদিক পেলেন চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার

মাঠ পর্যায়ে পেশাদার ও ধারাবাহিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইং সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ বছর পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, ডিবিসি নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক এবং এনটিভি, সময়ের আলো ও জাগো নিউজের জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক শরীফুল ইসলাম।

সাংবাদিক

এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্যাহ সেলিম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে তোলে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উৎসাহ জোগায়। ভবিষ্যতেও চাঁদপুর প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্টাফ রিপোর্টার/
৪ ডিসেম্বর ২০২৬

Explore More Districts