তিন শকুনের এক লাশ। মাটির কবি লিটন মাহমুদ

তিন শকুনের এক লাশ। মাটির কবি লিটন মাহমুদ

তিন শকুনের এক লাশ। মাটির কবি লিটন মাহমুদ

তিন শকুনের এক লাশ। মাটির কবি লিটন মাহমুদ

কবি ঃ মাটির কবি লিটন মাহমুদ

 

তিন শকুনের এক লাশ।                                                  মাটির কবি লিটন মাহমুদ ।

৭১ থেকে ২৩ শকুনের মুখে এখনো লাশ ঠুকারানো গন্ধ,

ধেই ধেই করে শকুনের দল যখন ঠোকর মেরে আবার লাশের থেকে দূরে এসে দাঁড়ায় !

ভাবে শুধু পঁচা লাশের মাংসগুলো-ই খাই,

এখনো পর্যন্ত মানচিত্রটাকে খাওয়া হলো না।

চাঁদের উপরে নক্ষত্র টার দিকে তাকিয়ে সন্ধির জাল মাকড়সার মত বুনতে অভ্যস্ত,

মৌনহীন জনতার মাঝে বীরঙ্গনা নারী আর শহীদের লাশের মিছিলের শব্দ ঠেকে যায়,

তিমির আধারে শকুনের আনন্দ মিছিল।
গলাকাটা মানুষের গোংড়ানিতে বাংলায় নেমে আসে ঘন কুয়াশার আধার।

তিন শকুনে বুনতে থাকে সন্ধির জাল ! সারা রাত……….।

Explore More Districts