তিন দফা দাবীতে ববি শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

তিন দফা দাবীতে ববি শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

২৬ August ২০২৫ Tuesday ১০:২৭:১০ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

তিন দফা দাবীতে ববি শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবীতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

‎আজ মঙ্গলবার (২৬ মঙ্গলবার) বিকেল ৪ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, টানা একমাস ধরে তারা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছে।  কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস তারা পাননি।  যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা। অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী তাদের।

দেড় ঘন্টা পর বিকেল সাড়ে ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আশা করছি আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি সহ আনুষাঙ্গিক যে কাজ আছে তা শুরু করতে হলেও দুই থেকে তিন মাস সময় লাগবে। এরপর থেকে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেগুলো দৃশ্যমান হবে। আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো দূর হোক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts