তাশাহহুদের বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হলো। যাঁরা আরবি পড়তে পারেন না, তাঁরা তাশাহহুদের বাংলা উচ্চারণ শিখে নিতে পারেন। একই সঙ্গে অর্থ জেনে নিলে নামাজে একাগ্রতা বৃদ্ধি পাবে।
বাংলা উচ্চারণ: ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’
অর্থ: ‘সকল প্রশংসা, সালাত এবং পবিত্র কথা আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং হজরত মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৩১)