বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৩৭নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর মাদ্রাসা-ই-দারুচ্ছুন্নাহ আলী বাহার এর কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো. ইমাম উদ্দিন মানিক, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মুনিম, সদস্য মাছুম আহমদ ও সাবেক সদস্য আব্দুল হাফিজ ইমন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. কামিল হোসেন সভাপতি, মুস্তাফিজুর রহমান মাজেদ সাধারণ সম্পাদক এবং মুরাদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহ সভাপতি এনামুল হক ইমন, সহ সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সুলাইমান আল সাঈদ, প্রচার সম্পাদক শামসুজ্জামান রাফি, সহ প্রচার সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক সালেহ আহমদ, অফিস সম্পাদক মকবুল হোসেন ইমাদ, সহ অফিস সম্পাদক সালমান আল আজাদ, মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান শাফি, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির আহমেদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহাদী হাসান, সদস্য সাঈম আহমদ, আরমান আহমদ, মাহি আহমদ, রিহাদ আহমদ, রাহিদ আহমদ, শাহান আহমদ, হাবিবুর রহমান, মিলন আহমদ, ফাহিম আহমদ, হোসাইন আহমদ রিফাত, আবদুল্লাহ আল মামুন, সানী আহমদ।