তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৯ July ২০২৫ Wednesday ৬:২২:৩৩ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা জেলার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেন্যান্ট আশিকুর ইসলাম ইমনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ মো. পারভেজ (৪০) ও মো. রাজিব নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পারভেজ বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে এবং রাজিব একই এলাকার বারেকের ছেলে।

অভিযানকালে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts