তালতলীতে স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

তালতলীতে স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

২১ April ২০২৫ Monday ৭:২১:০০ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

তালতলীতে স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম তার বাড়িতে দুধ দিয়ে তিনি গোসল করেন। রেজাউল একই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এ নিয়ে উভয় পক্ষের পরিবারের মধ্যে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে কিন্তু সুরহা হয়নি। পরে গতকাল রবিবার বিকালে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক শালিসি বৈঠক হয়। এসময় উভয় পরিবারের সম্মতিতে রেজাউল ও সাথী দম্পতি সংসারের ইতি টেনে তালাক দেন। পরে ওইদিন রাত ৯ টার দিকে রেজাউল তার নিজ বাড়ির উঠানে চেয়ারে বসে ২২ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রেজাউল ইসলাম বলেন, আমার স্ত্রী সাথীকে নিয়ে পারিবারিক ভাবে আমি বড় অশান্তিতে ছিলাম। তালাকের পর এখন শান্তি পাচ্ছি। তাই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি পাপ মুক্ত হয়েছি। আমার মত এরকম অশান্তি যেন কারো ভাগ্যে না যোটে। আমি কোন ভদ্র ও শান্ত মেয়েকে বিয়ে করে আমি আবার আমার নতুন জীবন গড়তে চাই।

করাইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আমিসহ গ্রামের অনেক লোক একাধিকবার সালিস বৈঠকও করেছেন কিন্ত কোন সমাধান হয়নি। তাই রবিবারের বৈঠকে উভয় পরিবারের এবং সালিসদারদের সিদান্ত এবং সম্মতিতে তালাক হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts