তালতলীতে গাঁজা নিয়ে ধরা যুবকের ৬ মাসের কারাদণ্ড

তালতলীতে গাঁজা নিয়ে ধরা যুবকের ৬ মাসের কারাদণ্ড

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৬:০১:৫৩ অপরাহ্ন

Print this E-mail this


তালতলীতে গাঁজা নিয়ে ধরা যুবকের ৬ মাসের কারাদণ্ড

বরগুনার তালতলীতে গাঁজা সেবনের উদ্দেশ্যে নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয় রাসেল হাওলাদার (২৩) নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করে ছেড়ে দেয়ার দাবি রক্ষা না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান স্থানীয় দুই সাংবাদিক। বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত এ কারাদণ্ড দেন। রাসেল উপজেলা ছোট ভাইজোড়া এলাকার মন্টু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, রাসেল হাওলাদার (২৩) নামের এক যুবক সেবনের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলা শহরের বটতলা বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশের একটি টিম ওই যুবককে তল্লাশি করে ১ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা মাদকবিরোধী অভিযান চালাই প্রতিদিন। এর পরিপ্রেক্ষিতে আজও সন্দেহ হওয়াতে একজনকে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।

পরে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এই সাজাপ্রাপ্ত আসামি এর আগেও মাদক নিয়ে ধরা খেয়ে রিহ্যাবে ছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts