তালতলীতে এক রাতেই তিন ট্রান্সমিটার চুরি

তালতলীতে এক রাতেই তিন ট্রান্সমিটার চুরি

২২ October ২০২৫ Wednesday ৭:২৪:২১ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

তালতলীতে এক রাতেই তিন ট্রান্সমিটার চুরি

বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বড়বগি ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের মোমেশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।

তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইমরান শেখ বলেন, বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি।

তালতলী থানার ওসি শরীফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts