তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় পৃথক ২ মামলা

তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় পৃথক ২ মামলা

২৯ June ২০২৫ Sunday ৮:৩০:১৬ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় পৃথক ২ মামলা

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।  

রোববার (২৯ জুন) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তালগাছটি শুক্রবার বিকেলে একদল পাষণ্ড ব্যক্তি কেটে ফেলে।

ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, বাবুই পাখির বিষয়ে ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান এবং ফারুক হোসেন এই তিনজনকে আসামি করে ৩৭৯ নম্বর ধারায় একটি মামলা করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে POR নম্বর ০১/ ঝাল ২০২৪-২৫  নামীয় একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

স্থানীয়রা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামে এক ব্যক্তি ক্রয় করে কাটার ফলে প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণি হত্যার ঘটনায় এলাকাবাসী মর্মাহত হয়ে পড়েন।

স্থানীয় জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, একটি প্রাণি বৈচিত্র্যের কেন্দ্র ছিল। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts