তারেক জিয়ার নির্দেশে কিলিং মিশনে নামছে বিএনপির নেতাকর্মীরা: নির্বাচনী জনসভায় নিজাম হাজারী

ফেনী | তারিখঃ January 1st, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 29850 বার

নিজস্ব প্রতিবেদক->>

বিএনপির নেতা তারেক জিয়া লন্ডনে বসে তাঁর দলের নেতাকর্মীদেরকে কিলিং মিশনে নামার নির্দেশনা দিচ্ছেন। এখানে অনেক এমপি প্রার্থীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আপনারা ভেবেছেন এসব পরিকল্পনা কেউ বুঝতে পারবে না। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা অনেক বেশি অগ্রগ্রামী। আপনাদের এ উদ্দেশ্যে আল্লাহর রহমতে কখনো সফল হবে না।সোমবার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এসব কথা বলেন।

তিনি বলেন, লন্ডন থেকে এধরনের বার্তা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপদে ফেলা এটা কোনো রাজনীতি নয়। দয়া করে এ ধরনের ভ্রান্ত রাজনীতি বন্ধ করুন। হত্যার রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের কাতারে আসেন। আপনি যদি রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশে এসে রাজনীতি করুন। তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে আরো বলেন, আপনারা হরতাল-অবরোধ দিয়েছেন, রেল লাইন উপড়ে ফেলেছেন, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করছেন। এখন আবার অসহযোগ আন্দোলন দিয়েছেন। হঠাৎ করে এখন লিফলেট বিতরণ করছেন। এসব করে কোনো লাভ নেই। বাংলার জনগণ আপনাদেরকে চিনে ফেলেছে। আমি বলতে চাই আপনারা হত্যার রাজনীতি বন্ধ করুন। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে আপনাদের কি লাভ হচ্ছে। আপনারা জনবিচ্চিন্ন দলে পরিণত হয়েছেন।

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ,সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত,য্গ্মু-সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম শাহজাহান সাজু,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সদস্য হাজী আলাউদ্দিন,জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ প্রমুখ।

নির্বাচনী জনসভায় পৌর নাগরীকদের উদ্দেশ্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি পৌর নাগরিকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য। কতটুকু করতে পেরেছি আমি জানিনা। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে দয়া করে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটাধীকার প্রয়োগ করবেন। দয়াকরে আপনারা কেউ জাল ভোট দিবেন না। আমি জাল ভোটের এমপি হতে চাই না। আমি আপনাদের প্রত্যক্ষ ভোটের নির্বাচিত এমপি হতে চাই। আমি আওয়ামী লীগের এমপি হিসেবে থাকতে চাই না, আমি সকল দলের সকল মানুষের এমপি হিসেবে থাকতে চাই।

জনসভায় প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Explore More Districts