ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে জেলা শহরের ঐতিয্যবাহি আজাদী ময়দানে এই নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
রাজবাড়ী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে উপ মহাদেশের বিভিন্ন সময়ে নানা শাসনামলের চিত্র তুলে ধরে নৃত্যানুষ্ঠান সাজানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ আল রাজীব। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ উল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা।
এদিকে, দীর্ঘ দিন পর জেলা শহরের ঐতিয্যবাহি আজাদী ময়দানে এই নৃত্যানুষ্ঠান দেখে মহিত হয়েছেন সাংস্কৃতিক প্রেমিকরা। তারা এ ধরণের আয়োজন নিয়মিত করার আহবান জানান।