তারাকান্দায় লকডাউন কার্যক্রমের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে -ইউএনও | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

তারাকান্দায় লকডাউন কার্যক্রমের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে -ইউএনও | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

ময়মনসিংহের তারাকান্দায় সরকারের নির্দেশনায় লগডাউনের কার্যক্রমের পাশাপাশি এলাকার বিভিন্ন ভোক্তভোগী জনগনের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করে ব্যস্তসময় পাড় করছেন নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত। কখনো তিনি মোটরসাইকেল অথবা পায়েহেটে এমনকি বাঁশের সাকোপাঁড়ি দিয়ে সরেজমিনে গিয়ে ভোক্তভোগীদের সমস্যাগুলো সমাধানের লক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন।

জানাগেছে,৭ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে দেদারছে চলাফেরা অবস্থায়,দোকানের মালিকগন সরকারি নিয়ম ভঙ্গকরেছে এমন ৯ ব্যাক্তি কে ৯ টি মামলায় ৪ হাজার ৮ শত টাকা নগদ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।

অপরদিকে, উপজেলার কামারিয়া ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে অপরিকল্পিত পুকুর খনন করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রায় ১শ ৫০ একর জমিতে ফসল ফলানো অনিশ্চিত এবং বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলায়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে প্রায় ১ কি.মি. কাদা রাস্তা হেটে গিয়ে বাঁশের সাকো পাঁড়ি দিয়ে সৃষ্ট জনদূর্ভোগ লাঘবে সরেজমিনে পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,।এসময় তিনি স্থানীয়দের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। পুরো উপজেলায় সর্বমহলে তিনি প্রশংসনীয় আলোচনায় রয়েছেন বলে জানা গেছে।।

Explore More Districts