তামিমের সামনে রেকর্ড গড়ার হাতছানি

তামিমের সামনে রেকর্ড গড়ার হাতছানি

আজ পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১ তম আসরের। তবে তার আগে ট্রফি কার হাতে উঠবে সে হিসাব-নিকাশ কষতে নামবে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

বরিশালের লক্ষ্য টানা দ্বিতীয়বার জিতে শিরোপা ধরে রাখা। আর চিটাগং কিংস চাইবে প্রথমবারের মত বিপিএল শিরোপা উচিয়ে ধরতে। আজ ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

তামিমের দল বরিশাল ফাইনলে উঠেছে হেসে-খেলেই। তাদের দল যেমন দেশসেরা খেলোয়াড়দের সমাহার তেমনি নামিদামি অনেক বিদেশি খেলোয়াড়ও আছে বরিশাল শিবিরে। আসরের শুরু থেকেই তাদের ধারাবাহিক পারফরম্যান্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল।

অন্যদিকে কাগজে কলমে কিংবা খেলোয়াড়দের কথা বিবেচনা করলেও কিছুটা পিছিয়ে থাকবে চিটাগং। দলে নেই দেশি-বিদেশি তেমন কোনো বড় নাম। তবুও দেশি খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্সে শীর্ষ দুইয়ে থেকেই গ্রুপ পর্ব শেষ করে মোহাম্মদ মিঠুনের দল।

তামিমের দল অবশ্য একটু এগিয়েই থাকবে। গ্রুপ পর্বে দুবারের দেখায় একটি করে জয় দুই দলেরই। তবে প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে দাপুটে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বরিশালকে। কোয়ালিফায়ারে চিটাগংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তামিমের দল।

দুই দলেই আছে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মত খেলোয়াড়। চিটাগংয়ের হয়ে বাড়তি নজরে থাকবেন খালেদ আহমেদ। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ উইকেট ও আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার খালেদ। ১৩ ইনিংসকে খালেদ নিয়েছেন ২০ উইকেট। চিটাগংয়ের আলিস-আল ইসলামও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ১৩ ইনিংসে ৬.৩২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন আলিস। এবারের আসরে চিটাগংয়ের হয়ে দারুণ সময় কাটিয়েছেন শামীম হোসেন পাটোয়ারিও। এবার বিপিএলে সর্বোচ্চ ১০ রান সংগ্রাহকের মধ্যে সেরা স্ট্রাইক রেট তার দখলে।

বরিশালের একাদশের সকলেই তারকা খেলোয়াড়। তবে চিটাগংকে একা হাতেই গুড়িয়ে দিতে পারেন ইংলিশ ব্যাটার ডাভিদ মালান। ৮ ম্যাচে ৭৮.৭৫ গড়ে ৩১৫ রান করেছেন মালান। ফাইনালে ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার কাইল মায়ার্স হতে পারেন বরিশালের বড় ভরসা। ৬ ম্যাচে ৫ ইনিংসে ১৮১.১১ স্ট্রাইক রেটে মায়ার্স করেছেন ১৬৩ রান। বল হাতে ৬ ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

Explore More Districts